বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরব, ঐতিহ্য, সাফল্য ও সংগ্রামের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালির আয়োজন করে শেরপুর জেলা ছাত্রদল। বুধবার (১ লা জানুয়ারি ২০২৫)  জেলা ছাত্রদলের আয়োজনে আনন্দ  র‍্যালি জেলা শহরে প্রধান সড়ক গুলোতে  প্রদক্ষিণ করে শেষ হয়। আনন্দ র‍্যালিতে উপস্থিত  ছিলেন শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. নিয়ামুল হাসান আনন্দ ও সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল, সিনিয়র সহ-সভাপতি মো. হাশেম আহম্মেদ সিদ্দিকী,সহ-সভাপতি মো. জাহিদ হাসান টিটু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক  মির্জা ইমরুল কায়েস রিয়াদ, যুগ্ম  সাধারণ সম্পাদক মো. সাকিবুল হাসান তারা, যুগ্ম- সাধারণ সম্পাদক মো. মনির হোসেন শান্ত, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেনসহ  বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও শেরপুর জেলার ও  শহর ছাত্রদলের  বিভিন্ন নেতৃবৃন্দ। ১লা জানুয়ারি ১৯৭৯ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য ও প্রগতি এ তিন মূলনীতিকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেন। আশির দশকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদে ছাত্রদলের উল্লেখযোগ্য অবস্থান ছিল। নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন ও এর পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সামনের সারিতে দেখা গেছে সংগঠনটিকে। সেই ধারাবাহিকতায় বিগত আওয়ামী লীগের  ডামি নির্বাচনে ভোট বর্জন, অসহযোগ আন্দোলনসহ ২৪ এর স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনেও ছাত্রদল সামনে থেকে ভূমিকা রেখেছেন।