‘পরিবেশের ভারসাম্য রাখতে হলে, গাছ লাগাতে হবে বেশী করে’ -স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের মাধ্যমে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বেসরকারী সেচ্ছাসেবী সংগঠন জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ শেরপুর এর আয়োজনে সোমবার ( ৫ মে) ”উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয় ও আল জামিয়াতুল ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি শেরপুর জেলা শাখার আহ্বায়ক ও উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোঃ মুহসীন আলী আকন্দ । এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোঃ আশরাফুল আলম, জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ শেরপুর এর সভাপতি ও উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি রিফাত খান, জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ শেরপুর এর সাধারণ সম্পাদক মোঃ গোলাম রাব্বির সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ শেরপুর এর সহ-সভাপতি প্রাঞ্জল মালাকার, সাংগঠনিক সম্পাদক মিনাল আহমেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিদ হোসেন আশিক সংগঠন এর সদর উপজেলা শাখার সভাপতি মোঃ রবিন ইসলাম, সাধারণ সম্পাদক সৌরভ হাসান, সিনিঃ সদস্য মোঃ রহুল আমিন মেরাজ, উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী সংসদ এর সভাপতি মোঃ মোশারফ হোসেন এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী , সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা, পরিবেশের সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ শেরপুর এর এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। গাছের যত্ন, পরিচর্যা ও সুরক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীগণ সঠিকভাবে দায়িত্ব পালন করলে এ কর্মসূচী সফল হবে বলে তারা আশা প্রকাশ করেন।
উল্লেক্ষ্য, বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ শেরপুর এ বছর শেরপুর জেলার বিভিন্ন উপজেলায় শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে চারা গাছ লাগানো উদ্যোগ গ্রহণ করেছে । তারই অংশ হিসেবে মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপন এর মাধ্যমে এ কর্মসূচীর সুচনা করা হয়।