শেরপুরে বাস -অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ নিহত ৬

রবিবার (২৯ ডিসেম্বর)শেরপুর জেলার ভাতশালা পিটিআই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় সিএনজির ড্রাইভার মোঃ লোকমান হুসেন( ৪০) পিতাঃ মৃত আঃ সামাদ গ্রামঃকামারিয়া, শেরপুর, মোখলেসুর রহমান (৭৮)ও তার স্ত্রী উম্মে কুলসুম (৬০)গ্রামঃআলীনাপাড়া, শেরপুর, শাহাজান আলীর মেয়ে মইশা তাসনিম মিম( ২৪) ও তার ভাই কামরুজ্জামান বাবু(২৩), গনপদ্দী-নকলা,এবং সুবাশ চন্দ্র বিশ্বাসের স্ত্রী নিনা রানী (৪৫), পশ্চিম চিথলিয়া।দুর্ঘটনায় বিষয়ে ফায়ার সার্ভিস ও প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন,  দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি শেরপুরে দিকে আসছিলো।অন্যদিকে রিফাত পরিবহনের বাসি বেপরোয়া গতিতে শেরপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।এ দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ সকল যাত্রী মারা গেছেন। নিহতদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ।শেরপুর থানার ওসি জুবাইদুল  আলম জানান, ঘাতক বাসটি আটক করা হয়ে এবং মৃত দেহ গুলো ময়নাতদন্তের পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।