শ্রমিক ফেডারেশন ও শ্রমিক ইউনিয়নসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর এখনো কোনো নির্বাচন হয়নি। এখন পর্যন্ত আগের জনকে সরিয়ে আরেকজন চেয়ারে বসে আছেন। বিভিন্ন পদের পরিচয় দিচ্ছন। আজ (২ আগষ্ট) শনিবার জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে শ্রম অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও ট্রেড ইউনিয়নের নেতাদের সাথে মত বিনিময় এবং শ্রমিকদের মাঝে চেক বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নৌমন্ত্রণালয়ে একজন শ্রমিকনেতা আছে যিনি ২৭ বছর ধরে একই পদে রয়েছেন। এটা কখনোই ঠিক না। তিনি যদি এতই জনপ্রিয় হবেন তাহলে তো এতদিন তার প্রধানমন্ত্রী হওয়ার কথা।
তিনি আরো বলেন, অনেক শিল্প প্রতিষ্ঠানের মালিক দেশ থেকে পালিয়ে আছেন। তারা শ্রমিকদের ঠিকমতো বেতন দিতে পারছেন না। আবার অনেকেই শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে ব্যাংক থেকে মোটা অংকের ঋণ নিয়ে বিদেশে টাকা পাচার করেছেন। মূলত তাদের কারখানাই বন্ধ হয়ে গেছে। এর জন্য সরকার দায়ি নয়। যে সকল কারখানা চালু রয়েছে সেগুলো ভালোভাবে চলার কারণে ৭ থেকে ৮ শতাংশ রপ্তানি বেড়েছে।
এর আগে তিনি একই ভবনে গবেষণা কনফারেন্স রুমের উদ্বোধন করেন। এরপর ৫০ জন শ্রমিকদের মাঝে চিকিৎসা, শিক্ষা ও বিবাহ জনিত সহায়তায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর চেক হস্তান্তর ও ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা। এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামানসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।