মুন্সিগেরঞ্জ শ্রীনগরে বাংলা নববর্ষ ও বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্রীনগর উপজেলার রাড়ীখাল ইউনিয়নের দামলা মীর বাড়িতে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র স্থায়ী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু।তিনি মুন্সিগঞ্জ ১এর বিএনপি'র সংসদ প্রার্থী। এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক জনাব আওলাদ হোসেন উজ্জ্বল। আরো উপস্থিত ছিলেন ডাক্তার জাহিদুল ইসলাম সহ-সভাপতি বাংলার স্বেচ্ছাসেবক দল। এছাড়া ছাত্রদল যুবদল সহ আরো অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মী ওই স্থানীয় অনেক লোকজন উপস্থিত ছিলেন। সকাল সাতটায় সাংস্কৃতিক অনুষ্ঠান এর মাধ্যমে বর্ষবরণ শুরু করা হয়। এরপর পান্তা ইলিশ ভোজন পর্ব চলতে থাকে। প্রধান অতিথির বক্তব্যে মীর সারাফত আলী সপু অতীতের গ্লানি মুছে ফেলে নতুন দিনের প্রত্যাশায় সুন্দর ও সুখী জীবনের জন্য দোয়া কামনা করেন। তিনি জনগণ ও নেতাকর্মীদের উদ্দেশ্যে পহেলা বৈশাখের শুভেচ্ছা বিনিময় করেন।