চা বাগানে বসবাসরত চা জনগোষ্ঠীর বিভিন্ন জাতিগোষ্ঠীর সমন্বয়ে বৃহৎ পরিসরে ফাগুয়া উৎসব অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

চা বাগানে বসবাসরত চা জনগোষ্ঠীর বিভিন্ন জাতিগোষ্ঠীর সমন্বয়ে বৃহৎ পরিসরে ফাগুয়া উৎসব অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। চা বাগানে  দূর্গা পূজার পরে বড় কোন পুজা হচ্ছে রং পুজা বা ফাগুয়া পুজা বা হোলি খেলা বলে থাকে। ফাগুয়া বা রং পুজা সাধারনত ফাল্গুন মাসে হয়ে থাকে। চা বাগানে বৃহত্তর জাতিগোষ্ঠীর বসবাস। ফাগুয়া উৎসবে চা বাগানের চা জনগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিনিধিরা রঙবেরঙ, ঐতিহ্যবাহী  পোশাক সাজগোজে, মাদল, বাদল,ঢাকঢোল,করতাল,হারমোনি, কাটি,লাঠি,ঘন্টা, রংসহ গান বাজনা ও নাচের তালে তালে অতিথিবৃন্দসহ মঞ্চ শুভাগমন করেন। মঞ্চস্থ অতিথিবৃন্দের উত্তরীয় প্রদান ও ফুলেল শুভেচ্ছায় বরণ করেন চা জনগোষ্ঠী প্রতিনিধি ও মণিপুরী সম্প্রদায় প্রতিনিধি দল। চা জনগোষ্ঠী পক্ষে প্রধান অতিথি মানপত্র পাঠ করা হয়।  জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন, ফাগুয়া উৎসব উদযাপন কমিটি, চা জনগোষ্ঠীর সম্মিলিত প্রতিনিধি দল থালার রং উর্দ্ধ আকাশের দিকে উড়িয়ে ফাগুয়া উৎসব শুভ উদ্ধোধন ঘোষণা করেন। চা বাগানে চা শ্রমিকের বৈষম্যহীন ন্যায্য মজুরী প্রদান, চা বাগানে বিভিন্ন জাতিগোষ্ঠীর অধিকার রক্ষা, ভাষা সংরক্ষন করা, জাতিগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য  বিলুপ্ত বা হারিয়ে না যাওয়ার জন্য চা জনগোষ্ঠীর সংস্কৃতি একাডেমী ভবন ব্যবস্থা করা জরুরী দাবীও জানান।

  প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোঃ মোস্তফা সারোয়ার ফারুকি অনলাইন ভার্চুয়ালী ফাগুয়া উৎসবে শুভেচ্ছা জানান। তিনি বলেন আমি আপনাদের ফাগুয়া উৎসব প্রোগ্রামে জন্য সিলেট পর্যন্ত গিয়েছিলাম কিন্তু ঢাকায় জরুরী কাজে জন্য চলে এসেছি। তিনি আরও বলেন আমি ফাগুয়া উৎসবে থাকতে পারলে চা বাগানের সংস্কৃতি বিষয় উপভোগ করতাম।  আমি সংস্কৃতি বিষয়ক পদে বা দায়িত্বে না থাকলেও,  আগামী বছর অবশ্যই আসব। 
মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন, ফাগুয়া উৎসব উদযাপন আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় নেতা প্রীতম দাশ, মৌলভীবাজার জেলা আইনজীবী এডভোকেট, গবেষক,লেখক, চিন্তাবিদ ও সাংবাদিক আবু তাহের, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন, ফিনলে টি কোম্পানী ডিজিএম সালাউদ্দিন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, ফাগুয়া উৎসব সদস্য সচিব অনিল তন্তুবায়, সরকারি অধিদপ্তরের সকল কর্মকর্তা, চা জনগোষ্ঠীর বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি দলসহ প্রমূখ  উপস্থিত  ছিলেন।

মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলা ৮ নং কালিঘাট ইউনিয়ন অর্ন্তভূক্ত ফিনলে টি কোম্পানী অধিন্যস্থ ফুলছড়া চা বাগান মাঠে ১২ এপ্রিল দিনব্যাপী ২০জাতিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যবাহী পোশাক নাচ গান মাধ্যমে ফাগুয়া উৎসব আয়োজন করা হয়েছে।