বৃহস্পতিবার (১৭ জুলাই) শ্রীমঙ্গল উপজেলার ২নং ভূনবীর ইউনিয়ন এর সরকার বাজার গোপেন্দ্রগজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রীমঙ্গল উপজেলা যুব ফোরাম এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য খলিলুর রহমান চঞ্চল এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাজার ব্যবসায়ী সোহাগ মিয়া।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুব ফোরাম এর এমন মহতি উদ্যোগকে সাধুবাদ জানাই। বর্তমান সময়ে নিজের খেয়ে বনের মহিষ তারানোর মতো এমন মানুষ খুঁজে পাওয়াই যায় না। তারা যে এমন ভালো করছে যা সমাজে একটা ইতিবাচক দিক। পরিশেষে তিনি সবাই ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শেষ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা হাসি রাণী পাল। সহকারী শিক্ষক মনি রানী পাল, মিনাক্ষী দেবী, নজরুল ইসলাম, সামিয়া বেগম, নারগিস বেগম, লুৎফুন্নাহার রুবী।
যুব ফোরামের আহবায়ক আফজাল হোসেন মুন্না এবং যুগ্ম আহবায়ক পারভেজ হাসান এর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়াও উপস্থিত ছিলেন ফোরামের সদস্য খোকন আহমেদ, নুরুল ইসলাম, শারমিন আক্তার, ইমরান খান ও স্কুলের শিক্ষার্থীবৃন্দ।