সোমবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।
অসুস্থ শিক্ষার্থীরা হলেন, আরিসা, তাসমিম, মনিরা, জান্নাতি, সাবিনা ও সুরাইয়া। তারা সবাই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ক্লাস চলাকালে শ্রেণিকক্ষে সাবিনা বাড়ি থেকে আনা পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরো চার শিক্ষার্থী স্বাদ পরীক্ষা করতে পানি পান করে। পরে তারা অসুস্থ হয়ে পড়ে। পরে দেখা যায়, অসুস্থ শিক্ষার্থীদের ব্যাগে থাকা পানি ও খাবার থেকেও বিষের গন্ধ আসছে। এতে বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবির বলেন, ‘‘ষষ্ঠ শ্রেণির ছাত্রী মনিরা ও সাবিনা প্রথমে ক্লাসরুমে এসে বিষের গন্ধ পাওয়ার কথা জানায়। এরপর শিক্ষকরা পানির বোতল ও খাবার পরীক্ষা করে বিষমিশ্রিত থাকার সত্যতা পায়।’’ তিনি জানান, অসুস্থ শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয় এবং বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আল-আমিন বলেন, ‘‘পাঁচ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে তাদের বরিশালে রেফার্ড করা হতে পারে।’’
অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে নেয়ার পর শ্রেণিকক্ষের এক কোণে বিষমিশ্রিত পানির বোতল পাওয়া যায়।
ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘‘কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত কমিটির পাশাপাশি পুলিশ ঘটনা তদন্তে কাজ করছে।’’