অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি এম এ কাদের ও মোঃ জাহাঙ্গীর হোসেন উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বপ্ন রানী সরকার জেলা শিক্ষক অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) নেত্রকোনা। মোহনগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিস নেত্রকোনার সমন্বয়ে অনুষ্ঠানটি আয়োজন করেছেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি কলেজের সকল শিক্ষক, অভিভাবকবৃন্দ ও শ্রেষ্ঠ শিক্ষার্থী সহ মোহনগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সুশান্ত কুমার রায়, সাব্বির হোসেন মুন্না সহ সুমন সাংবাদিক প্রমুখ।