বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ শুরু হয়েছে।


বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার পর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয়। সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি করার কথা রয়েছে শিক্ষকদের।
‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’-এর ব্যানারে আয়োজিত এ মহাসমাবেশে যোগ দিতে দেশের সারাদেশ থেকে এরই মধ্যে ঢাকায় এসেছেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা।
ইতোমধ্যে প্রেসক্লাব এলাকা ছাড়িয়ে আশপাশে সড়কগুলোতেও অবস্থান নিয়েছেন শিক্ষকরা।
জানা গেছে, প্রেসক্লাব এলাকা ইতোমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সেখানে কেন্দ্রীয় নেতারাও রয়েছেন। পাশাপাশি জাতীয় ঈদগাহ এর সামনে ও শিক্ষা ভবন এলাকায়ও অনেকে অবস্থান নিয়েছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতিও বেড়ে চলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর সকাল থেকে বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল সহকারে প্রেস ক্লাবের সামনে জমায়েত হতে থাকেন শিক্ষকরা। বৃষ্টি হলেও তা উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা।
উল্লেখ্য, 'এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট'সহ বিভিন্ন সংগঠন, ২০১৮ সালে দীর্ঘ আন্দোলনের পর তৎকালীন সরকার ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈশাখী ভাতা প্রদানের সিদ্ধান্ত কার্যকর করেছিল এবং পরবর্তী মেয়াদে জাতীয়করণের প্রতিশ্রুতি ছিল। তবে তা বাস্তবায়ন না করায় শিক্ষকদের আন্দোলন অব্যাহত থাকে।
ইতিপূর্বে বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় শিক্ষা উপদেষ্টা বৈষম্য নিরসনের আশ্বাস দিয়েছিলেন। এ বছরের ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচির ২২তম দিনে সচিবালয়ে সংবাদ সম্মেলনে উৎসব ভাতা ২৫ শতাংশ বৃদ্ধি এবং বাজেটে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেন। বাজেটে বরাদ্দ থাকলেও এখনো তার প্রজ্ঞাপন জারি হয়নি।