শরীয়তপুরের সখিপুরে মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ শরীফ সরকার (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 তিনি সখিপুর থানার অন্তর্গত আরশিনগর গ্রামের (ছেলামত খার কান্দি) স্থায়ী বাসিন্দা। তার পিতার নাম মনতাজ সরকার ও মাতার নাম ফাতেমা বেগম। জানা যায়, ১৬ জুলাই ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর থানা পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে শরীফ সরকারকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। ঘটনাটি থানায় অবহিত করার পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সখিপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। মামলা নম্বর- ১২, তারিখ- ১৬ জুলাই ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ১৯(ক)/৪১। ঘটনার সত্যতা নিশ্চিত করে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, > “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। গাঁজাসহ আটক শরীফ সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।” এ বিষয়ে এলাকাবাসীর একজন বলেন, > “আমরা চাই মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকুক। মাদক সমাজের জন্য অভিশাপ।” উল্লেখ্য, সখিপুর থানার আওতাধীন বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশ বিগত কয়েক মাস ধরে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় এই অভিযানটি পরিচালিত হয়।