শরীয়তপুর জেলার সখিপুরে ব্র্যাক ব্যাংকের একটি নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই) দুপুরে এই শাখার উদ্বোধন করেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরন।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর থানার সদস্য সচিব মাজহারুল ইসলাম সরদার, সখিপুর থানা যুবদলের সভাপতি মাসুম বালা, সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজীব সরদার, সাবেক ছাত্রদলের সভাপতি নিহাদ মাহমুদ সরদার, আসিফ সরকারসহ আরও অনেক নেতাকর্মী।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক সখিপুর শাখার ম্যানেজার বলেন,
"আমাদের লক্ষ্য হচ্ছে স্থানীয় জনগণের আস্থা অর্জন করে দ্রুত, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করা। এই শাখা সখিপুর ও আশেপাশের এলাকাবাসীর আর্থিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।"
বক্তারা বলেন, সখিপুরে ব্র্যাক ব্যাংকের শাখা চালু হওয়ায় এখানকার মানুষ আধুনিক ও সহজলভ্য ব্যাংকিং সেবা পাবে। এতে ব্যবসা-বাণিজ্য, আমানত ও ঋণ কার্যক্রম আরও গতিশীল হবে।
উল্লেখ্য, ব্র্যাক ব্যাংক বর্তমানে সারা দেশে ১৯০টিরও বেশি শাখা, ৮০টি উপশাখা, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ৩৮৫টিরও বেশি এটিএম, ১০টি সিডিএম এবং ৬৮টি আরসিডিএম পরিচালনা করছে। ব্যাংকটি আমানত, ঋণ ও কার্ড ছাড়াও অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এবং ই-ওয়ালেটের মাধ্যমে ডিজিটাল ব্যাংকিং সেবা দিয়ে আসছে।