টাঙ্গাইল সখিপুরের বড়চওনা বাজারে মিষ্টির খালি প্যাকেটের ওজন ২৬৫ গ্রাম। ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা।রবিবার (১৭আগস্ট)  বিকেলে উপজেলার বড়চওনা বাজার ছোটচওনা রোড ভাই ভাই হোটেল,প্রোপ্রাইটর মো.নান্নু মন্ডল এর হোটেলে

১। খালি প্যাকেট বা কার্টুন-২৬৫ গ্রাম।
২। মূল্য তালিকা থাকলেও তাতে মূল্য নাই।
৩। কাঁচা ও রান্না করা খাবার ও মাংস একত্র ফ্রিজে রাখা।
 ৪। দই ও মিষ্টির তাকের নিচে ময়লাযুক্ত জিনিসপত্র রাখা সহ নানা অভিযোগের ভিত্তিতে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাজমুস সামা। তিনি বলেন এ ধরনের অভিযান অভ্যতা থাকবে। 

সখিপুরের প্রাণকেন্দ্র সহ সারা উপজেলায় এ ধরণের অভিযান জরুরি। ভোক্তা যাতে প্রতারিত না হয় সেদিকে নজর দেওয়ার জন্য অনুরোধ কর্তৃপক্ষকে।