টাঙ্গাইলের সখিপুর উপজেলায় কাকড়াজান, কালিয়া, বড়চওনা,
বহেড়াতৈল,গজারিয়া,দাড়িয়াপুর,যাদবপুর,বহুরিয়া,হতেয়া রাজাবাড়ি,হাতীবান্ধা ১০টি
ইউনিয়নে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান বহাল তবিয়তে রয়েছে এবং নিয়মিত পরিষদে
যাচ্ছে। এদের মধ্যে কয়েকজন ইউপি চেয়ারম্যানের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর
হামলার মামলায় আসামী থাকলেও থানা পুলিশ অজ্ঞাত কারনে নীরব। বিভিন্ন ইউনিয়নে আ.লীগের
ইউপি চেয়ারম্যানরা হলেন- ১নং কাকড়াজান ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো.দুলাল
হোসেন,উপজেলা আ.লীগের সদস্য,২নং বহেড়াতৈল ইউনিয়নের চেয়ারম্যান মো.ওয়াদুদ
হোসেন,বহেড়াতৈল ইউনিয়ন আ.লীগের সভাপতি,৩নং গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান
এড.আনোয়ার হোসেন.গজারিয়া ইউনিয়ন আ.লীগ সাধারন সম্পাদক,৪নং যাদবপুর ইউনিয়নের
চেয়ারম্যান এ কে এম আতিকুর রহমান আতোয়ার ,উপজেলা আ.লীগের সহ সভাপতি ও জেলা
আ.লীগ সাধারন সম্পাদক সাবেক এমপি এড.জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের এর সহোদর
ছোট ভাই, ৫নং হাতীবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান খান রবিন,হাতীবান্ধা
ইউনিয়ন আ.লীগ সাধারন সম্পাদক, ৬নং কালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ মো.জামাল
হোসেন,উপজেলা আ.লীগ সাবেক সদস্য, ৭নং দাড়িয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ
আনছার আলী আসিফ,ইউনিয়ন আ.লীগ সভাপতি,৮নং বহুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান সরকার নূরে
আলম মুক্তা, সিনিয়র আ.লীগ নেতা,৯নং হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন
খান,কৃষক শ্রমিক জনতা লীগ থেকে আ.লীগ নেতা,১০নং বড়চওনা ইউনিয়নের চেয়ারম্যান
আজহারুল ইসলাম,উপজেলা আ.লীগ সহ সভাপতি। এর মধ্যে ১নং কাকড়াজান ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান আ.লীগ নেতা দুলাল হোসেনের চেম্বারে সোমবার(১২মে) বেলা ২টার সময় স্থানীয়
বিএনপি নেতা/কর্মী ও বিক্ষুদ্ধ জনতা তালা ঝুলিয়ে দিয়েছে এবং চেয়ারম্যানকে গ্রেফতারের
দাবিতে মঙ্গলবার সকাল ১০টায় মানববন্ধন করার ঘোষনা দিয়েছে। সারাদেশে আ.লীগ ইউপি
চেয়ারম্যানের স্থলে প্রশাসক নিয়োগ করা হলেও অজ্ঞাত কারনে অন্তর্বর্তী সরকারের ৯মাস
অতিবাহিত হওয়ার পরও সখিপুর উপজেলার ১০টি ইউনিয়নে আ.লীগের ইউপি চেয়ারম্যান বহাল
আছে। এমনকি কয়েকজ ইউপি চেয়ারম্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের হামলার মামলায়
এজাহারে আসামী থাকা সত্তে¡ও তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। সখিপুর থানা অফিসার
ইনচার্জ(ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন,আসামীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা
অব্যাহত আছে।