সাভারের আশুলিয়ায় যুব মহিলালীগ নেত্রী সমালোচিত শাহানাজ পারভিন শোভাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যা সহ স্থানীয় ব্যাবসায়ী ও সংবাদ কর্মীদের হয়রানীর অভিযোগসহ অসংখ্য মামলা রয়েছে। ৬মে সকালে সকালে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর দিয়াবাড়ীতে অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যার মামলার আসামি যুবলীগ নেত্রী শাহনাজ পারভীন শোভাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (৫ মে) বিকেলে রাজধানীর উত্তরা দিয়াবাড়ীর মেট্রোরেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহনাজ পারভীন শোভা আশুলিয়া থানা যুবলীগের নেত্রী বলে জানা যায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে রাজধানীর উত্তরা দিয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি যুবলীগ নেত্রী শাহনাজ পারভীন শোভাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিল। তবে আত্মগোপনে থাকলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় ভূমিকা পালন করে আসছেন বলে জানা যায়। এ সময় দেশের পরিস্থিতি অস্বাভাবিক রাখতে পুলিশ, বিএনপি নেতা ও সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আসছিলো। নাম প্রকাশে অনেচ্ছুক স্থানীয় সংবাদ কর্মী মর্নিং পোষ্ট কে জানায় যে, গ্রেফতারকৃত যুবলীগ নেত্রী মাঝে মাঝে আমাকে ব্ল্যাক মেইল করতো,আর বলতো তার বিরুদ্ধে কোন সংবাদ প্রকাশ অথবা পুলিশ কে জানালে ধর্ষন মামলা করবে। কেউ এই ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলললেই নিজে উলঙ্গ হয়ে লোক জন ঢেকে ধর্ষনের নাটক সাজাতো বলে উল্লেখ করেন স্থানীয় বাসিন্দারা। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, গ্রেপ্তার যুবলীগ নেত্রীর নামে একাধিক ছাত্র-জনতা হত্যায় মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তরা দিয়াবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।