লালমোহন সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বালামচর গ্রামের সরকারি খাল থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে

লালমোহন সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বালামচর গ্রামের সরকারি খাল থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায় সাবেক ইউপি সদস্য মোঃ বাচ্চূ মেম্বারের নেতৃত্বে একটি চক্র বেশ কিছু দিন ধরে ভেকু দিয়ে সাদাপুল থেকে বালামচর পর্যন্ত খাল থেকে মাটি কেটে বিক্রি করছে। এতে একপাশের রাস্তা অন্যপাশের মালিকানা বাগান ধ্বসে পরার আশংকা দেখা দিয়েছে। এই ব্যাপারে বাচ্চু মেম্বারের সাথে যোগাযোগ করলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, এরসাথে নেতারা জড়িত আছে। আর কৃষি ও ইউএনও অফিসের অনুমতি নিয়েছেন। স্থানীয় বাগানের মালিক মাওলানা সালাউদ্দিন বলেন, আমার জমি ও বাগানের এবং জনগণের রাস্তার ক্ষতি করে ইউএনও অফিস অনুমতি দিবে কেন? আর খাল কাটলে মাটি দুই পাশে ফেলবে। তা'না করে ভেকু দিয়ে গভীর করে খাল কেটে মাটি বিক্রি করে তারা কয়েকজন ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছে। এটাতো আমরা হতে দিব না। এই বিষয়ে কৃষি অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, "এটা কোনো খাল কাটা নয়। তিনি স্থানীয় লোকজনকে ইউএনও অফিসে অভিযোগ দিতে বলেন।"এই নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এব্যাপারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করছে এলাকাবাসী।