সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা সীমিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানববন্ধন করেছেন কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা।

বুধবার (২৪ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার প্রায় ৭০টি কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ স্কুলের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয়। এরই ধারাবাহিকতায় ঈশ্বরগঞ্জ পৌর শহরের কালীবাড়ি এলাকার শৈলী কিন্ডারগার্টেনের সামনে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করে।
বক্তারা বলেন, মেধার মূল্যায়নে বৈষম্যমূলক এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য হতাশাজনক। শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিয়ে সরকার বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রতি বৈষম্য করছে।
মানববন্ধনে অভিভাবক রুহুল আমিন রিপন বলেন, “যে জাতির মেরুদণ্ড শিক্ষা, সে জাতির একটি বড় অংশকে অবহেলা করে শিক্ষাব্যবস্থাকে দুর্বল করা হচ্ছে। মেধাবী শিক্ষার্থীদের এমনভাবে বঞ্চিত করা আত্মঘাতী সিদ্ধান্ত।”
ঈশ্বরগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি অলক ঘোষ ছোটন বলেন, “গত ১৭ জুলাই মন্ত্রণালয় থেকে পাঠানো নির্দেশনায় শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। অথচ ঈশ্বরগঞ্জে প্রায় সাত হাজার শিক্ষার্থী কিন্ডারগার্টেনে অধ্যয়নরত। তাদের বাদ দেওয়া মেধাবিকাশে চরম বাধা সৃষ্টি করবে।”
তিনি আরও বলেন, “এই বৈষম্যের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ। আমাদের দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।”
মানববন্ধন থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা সরকারের প্রতি দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান এবং কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবি জানান।