ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তি বিল এলাকায় শনিবার বিকালে অভিযান পরিচালনা করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন । এ সময় ডেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে আটক করে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত হলেন নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার শংকরপুর গ্রামের রহম আলীর ছেলে এরশাদ মিয়া (৪৫)। এছাড়াও একটি মাটি বালু ভর্তি ট্রাক জব্দ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন সরাইল থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা ওসি মো: রফিকুল হাসান সহ সরাইল টানার পুলিশ ফোর্স।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: মোশারফ হোসাইন বলেন, মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ১৫(১) ধারায় পালিয়ে যাওয়া অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়। এই সময় একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।