ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে শহীদ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার শাহবাজপুর নিয়াজ মুহাম্মদ খেলার মাঠে  শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুবুর রহমানের সভাপতিত্বে এ খেলা অনুষ্ঠিত হয়। 

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য আহসান উদ্দিন খাঁন শিপন। আহসার উদ্দিন খান সিপন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী।

শাহবাজপুর ফুটবল একাডেমি আয়োজনে খেলার উদ্বোধক ছিলেন সরাইল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফুল করিম রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি রিয়াজ আহমেদ রিপন ও মহিউদ্দিন সরকার, শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি আমান মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক মুরাদ সর্দার, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শামছুর রহমান পাভেল, শাহবাজপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক এস এম শাহীন আলম, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জামাল হোসেন লস্কর প্রমুখ। 

উক্ত ফাইনাল খেলায় এসএসসি ব্যাচ ২০২০ বনাম ২০২২ অংশগ্রহণ করেন। খেলায় এসএসসি ২০২২ ব্যাচ ০ -১ গোলে বিজয়ী হয়েছে। বিজয় ও রানার্সআপ-দের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।