জামালপুরের সরিষাবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি) ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ ও ওয়াশ উদ্ধার করা হয়েছে

জামালপুরের সরিষাবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি) ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ ও ওয়াশ উদ্ধার করা হয়েছে। এসময় ০৫জনকে আটক করে যৌথবাহিনী।

রবিবার(২৭শে এপ্রিল) দিবাগত রাত ০৩টায় পৌরসভার আরামনগর বাজার সুইপার কলোনিতে বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ০৫জনকে আটক করে ১১১লিটার চোলাই মদ ও ১৪৩৫লিটার ওয়াশ উদ্ধার করা হয়। 

এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হালিম রাজ বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। 

আটককৃতরা হলেন পৌরসভার আরামনগর বাজার সুইপার কলোনি'র তারা বাসফোর(৫৫), মালা বাসফোর(৪৫), বিপ্লব বাসফোর(৩২), সুমন বাসফোর(২৭), স্বপন বাসফোর(৪৪)।

অভিযান চলাকালে ০৬টি প্লাস্টিক জারিকেনে মোট ১১১লিটার অবৈধ মাদকদ্রব্য চোলাইমদ, ২০০লিটারের ০৭টি প্লাস্টিক ড্রামে ১৪০০লিটার এবং অপর একটি প্লাস্টিক বালতিতে ৩৫ লিটার, সর্বমোট ১৪৩৫লিটার চোলাইমদ তৈরীর উপকরণ ওয়াশ উদ্ধার করে যৌথবাহিনী।

এবিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হালিম রাজের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও আমাদের একটি টিম অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ ও ওয়াশ উদ্ধার করে এবং ০৫জনকে আটক করে সরিষাবাড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করে।