জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ রোববার সকাল দশটায় ভুমি মেলা উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি কার্যালয়ের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে সকাল সাড়ে দশটায় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শিমলা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভূমি কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল। এতে বক্তব্য দেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক রজব আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, প্রমুখ।