জামালপুরের সরিষাবাড়ীতে হোটেল কর্মচারীর হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০শে মার্চ) সকালে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজারের চা পট্টিতে অবস্থিত গণশৌচাগার সংলগ্ন হাফিজুরের চা দোকানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় রাসেলকে।
নিহত রাসেল মিয়া(৩৫) আরামনগর বাজারের চা দোকানী অহিদুল ইসলামের ছেলে। রাসেল একই বাজারের আল মদিনা হোটেলের কর্মচারী ছিলেন।
বোন রাশেদা বেগম সূত্রে জানা যায়, রাসেলের বন্ধুরা প্রায় প্রতিদিনই বাসা থেকে জুয়া খেলার উদ্দেশ্যে তাকে ডেকে আনতো। রাসেল ও তার বন্ধুরা মোবাইলে অনলাইনে দীর্ঘদিন ধরেই জুয়া খেলতো। তবে কয়েকদিন আগে, জুয়া খেলায় হেরে ঋণগ্রস্ত হলে পাওনাদাররা তাকে টাকার জন্য চাপ প্রয়োগ করে। বুধবার দিবাগত রাতে কয়েকজনের ডাকে জুয়া খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে আর ফেরেনি রাসেল।
নিহতের বাবা অহিদুল ইসলাম বলেন, জুয়া খেলার পাওনা টাকা না পেয়ে রাসেলকে তার বন্ধুরা বাড়ি থেকে এনে মাইরা ফেলছে। এখন আমার কি হইবো গো। আমি রাসেলকে সবসময় বলছি তুই খারাপ পোলাপানের সাথে যাইস না ।
চা দোকানদার হাফিজুর রহমান জানান, তার দোকান টিনের বেড়া দেওয়া এবং নিচে ফাঁকা। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও সকাল ৮টার দিকে তিনি দোকান খুলেন। ভেতরে ঢুকে তিনি রাসেলকে হাত-পা বাঁধা অবস্থায় ঘরের চালের কাঠের সাথে গলা ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
এবিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। পরিবারের লিখিত অভিযোগ ও তদন্তের আলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।