পাবনার সাঁথিয়ার আর আতাইকুলা ইউনিয়নের কাজীপুর গ্রামে চায়না দুয়ারি জাল তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ ও জাল তৈরির সরঞ্জাম পুড়িয়ে বিনষ্ট করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না।

এ সময় কারখানার মালিক রতন প্রামানিকের ছেলে নাজমুস সাকিব(২২)কে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছেন তিনি।রোববার(৩আগস্ট)বিকেলে অভিযান চালিয়ে জাল জব্দ করে রাত ৯টার দিকে আতাইকুলা বাজারে জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

জানা গেছে,নাজমুস সাকিব দীর্ঘদিন ধরে চায়না দুয়ারি জাল তৈরি করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না অভিযান পরিচালনা করে জাল ও জাল তৈরির সরঞ্জাম জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করেন। এ সময় উপস্থিত ছিলেন,সাঁথিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুর রহমান ও আতাইকুলা থানা পুলিশ।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বলেন,১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে আসামিকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে এবং জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।