সাটুরিয়া +ধামরাই সম্মিলিত বাসস্ট্যান্ড মার্কেটে ভোর বেলায় "ব্রাদার্স টেলিকম" মোবাইলের দোকানে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।

সিসি টিভি ফুটেছে দেখা যায় একজন ডাকাত দুইটি ব্যাগ নিয়ে ডাকাতির উদ্দেশ্যে ব্রাদার্স টেলিকম দোকানের উত্তর পাশের সার্টার তালা কেটে ভিতরে প্রবেশ করে ঠান্ডা মাথায় নগদ টাকাসহ প্রায় ১০ লক্ষ টাকার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। ভোর ৬.০০টা ৬.৩০মিনিটের মধ্যে মালামাল নিয়ে সার্টারে নতুন তালা লাগিয়ে চম্পট দেয়। 

সরেজমিনে গিয়ে দেখা যায় ৬০টি স্মার্ট ফোন ৫০ টি বাটন মোবাইলসহ নগদ এক লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়।  দোকানের মালিক সাজু মিয়া গম্ভীর হয়ে দাড়িয়ে মানুষের কথা শুনছেন। ডাকাতির বিষয় জানতে চাইলে সাজু বলেন, আমার অনেক ক্ষতি হয়ে গেছে আমি এখন কি করবো  বুঝতে পারছি না। কথা হয় দোকানের স্টাফ মোয়াজ্জেম এর সাথে সে বলেন সাজু (দোকান মালিক) অনেক ভালো মনের মানুষ।

 এ বিষয় বাসস্ট্যান্ড দোকান মালিক সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আজাহার আলী বলেন, দেশের এমন পরিস্থিতিতে আমাদের পাশে কাউকে পাচ্ছি না। আমরা দোকান মালিকরা নিরাপত্তাহীন হয় পরেছি। আমরা চাই খুব দ্রুতই পুলিশ প্রশাসনের মাধ্যমে এর প্রতিকার পাবো।


কাওয়ালী পাড়া পুলিশ ফাঁড়ীর দায়িত্বরত অফিসার বলেন,  অভিযোগ পেয়েছি, দ্রুত আইনি পদক্ষেপ নিয়ে ডাকাতি হওয়া মালামাল ঊদ্বারের চেষ্টা করবো।