সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের দুই শ্রমিক (১১৫৫ ও ১১৫৯) ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

 রবিবার (১৩ জুলাই) বেলা ১১ টায় নির্বাচন কমিশনারের অস্থায়ী কার্যালয়ে দুই প্রধান নির্বাচন কমিশনার চেয়ারম্যান আব্দুর রউফ ও ইসরাইল গাজীর উপস্থিতিতে তফসিল ঘোষণা করেন সহকারী নির্বাচন কমিশনার আবু মুছা। 

ঘোষিত তফসিলে জানানো হয়, ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন(রেজি: ১১৫৫) ও ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন( রেজি: ১১৫৯) এর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২ আগস্ট।

তফসিল অনুযায়ী জানা যায়, ১৩ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৫ জুলাই খসড়া ভোটার তালিকার উপর আপত্তি ও নিষ্পত্তি শুনানী, ১৬ জুলাই চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও মনোনয়নপত্র সংগ্রহ, ১৯ জুলাই মনোনয়ন পত্র দাখিল, ২০ জুলাই মনোনয়নপত্র যাছাই-বাছাই ও প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ, ২১ জুলাই প্রার্থীদের আপিল আবেদন ও আপিলের উপর শুনানী, ২২ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ এবং ২৩ জুলাই প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে।

ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন(রেজি: ১১৫৯)এর প্রধান নির্বাচন কমিশনার চেয়ারম্যান আব্দুর রউফ। সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন মো. আবু মুছা ও মো. আসাদুল ইসলাম এবং ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন( রেজি: ১১৫৫) এর প্রধান নির্বাচন কমিশনার চেয়ারম্যান ইসরাইল গাজী। এই ইউনিয়নের সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন, পরিতোষ কুমার ঘোষ ও আবু হাসান। 

এছাড়া, দুই নির্বাচন কমিশনার কার্যালয়ের অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন মো. জলিলুর রহমান, মো. রেজাউল ইসলাম, মো. লুৎফুর রহমান মন্টু ও আব্দুস  সবুর।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার চেয়ারম্যান আব্দুর রউফ বলেন, দীর্ঘদিন পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা করার দরকার তা করতে আমরা বদ্ধপরিকর। সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 
তফসিল ঘোষনার সময় নির্বাচন কমিশনসহ দুই শ্রমিক ইউনিয়নের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।