আজ ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার তারালী ইউনিয়নের জাফরপুরে নবনির্মিত সুপেয় পানির প্লান্ট। বিশিষ্ট সমাজসেবক ও দানবীরআলহাজ্ব হায়াতুল্লার অর্থায়নে নির্মিত পানির প্লান্টটি উদ্বোধন করেন,বিশিষ্ট সমাজ সেবক সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। । উদ্বোধনের পর জাফরপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার হল রুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর উপজেলা আমীর মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিশিষ্ট দানবীর হাফেজ মাওলানা মোহাম্মদ সোলাইমান। সমাজ সেবক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী এর জেলা সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান।
আলহাজ্ব হায়া তুইল্লা এর আর্থিক সহযোগিতায় ও বাংলাদেশ জামায়াতে ইসলামী এর জেলা সেক্রেটারি মাওঃ আজিজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় প্রায় ২২ লক্ষ টাকা ব্যয়ে এলাকার জনসাধারণের জন্য সুপ্রিয় পানির প্লান উদ্বোধন করা হয়। প্লান্ট টি চালু থাকলে অত্র এলাকার সর্বসাধারণের দীর্ঘদিনের সুপেয় পানির অভাব লাঘব হবে।