পুলিশের তল্লাশিকালে ব্যাংক টাউন এলাকায় একাধিক ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ

পুলিশের তল্লাশিকালে ব্যাংক টাউন এলাকায় একাধিক ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ । শুক্রবার(১৮এপ্রিল) দুপুর দের টায় যাত্রীবাহী বাস রাজধানী পরিবহনে তল্লাশির পর বার্মিজ চাকুসহ ওই ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃত আসামীর নাম -মোঃ ইমাম হাসান (১৮) পিতা-মৃত তরিকুল ইসলাম, অভয়নগর, যশোর, বর্তমান ঠিকানা-১৩ নং রাস্তা, আব্দুল আজিজ এর ভাড়াটিয়া, ব্যাংক টাউন, সাভার ঢাকা। এর আগে (১৭ এপ্রিল)মৌমিতা পরিবহনের একটি চলন্ত বাসে তল্লাশী চালিয়ে সুইচগিয়ার চাকুসহ তিন ছিনতাইকরিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কৌলাইল এলাকার মনির হোসেনের ছেলে তানভীর হোসেন তানিম (১৮), সাভারের আনন্দপুর এলাকার জিল্লুর রহমানের ছেলে মামুন হাসান মুন্না (১৯) ও ময়মনসিংহ জেলার পাগলা থানার বাখনখালি গ্রামের মোখলেছুর রহমানের ছেলে সোহানুর রহমান (১৮)। এদের মধ্য তানভীর হোসেন তানিমের কাছ থেকে একটি সুইচগিয়ার চাকু উদ্ধার করা হয়। বেশ অনেকদিন ধরেই একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র সাভারের ব্যাংকটাউন, শিমুলতলা, সিএন্ডবি, জাহাঙ্গীরনগর এরিয়াতে নিয়মিত ছিনতাই করে আসতেছে। তাদের মুল টার্গেট ছিল অস্ত্রের মুখে জিম্মি করে চলন্ত বাসে ছিনতাই করা। বর্তমানে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে সফলতা পাচ্ছে এবং জনগনের জানমালের নিরাপত্তায় নিরলস কাজ করে যাচ্ছে। পুলিশ বলছে, মহাসড়কে ছিনতাই রোধে চলমান চেকপোস্টের অংশ হিসাবে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংকটাউন এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এসময় মৌমিতা পরিবহনের একটি বাসে তল্লাশির সময় ধারালো অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে আটক করা হয়। এব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, চলমান চেকপোস্টের অংশ হিসাবে মহাসড়কে তল্লাশির সময় ছিনতাইকারীদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।