সালুটিকর-গোয়াইনঘাট সড়ককে এলজিইডি (LGED) থেকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগে স্থানান্তরের দাবিতে দীর্ঘদিন ধরে চলমান সামাজিক আন্দোলন অবশেষে সাফল্যের মুখ দেখেছে।

গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে মাননীয় বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ বরাবর একটি স্মারকলিপি প্রদান করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়।

এরই ধারাবাহিকতায় রাস্তাটি সওজ অধীনে নেওয়ার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।

গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে। বিশেষ করে এই দাবির পেছনে নিরলস প্রচেষ্টা চালানো আমাদের এলাকার গর্ব, সমাজসেবক রাকিব আল-হাফিজ সাহেবকে পরিষদের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

এই সড়কটি সওজ অধীনে গেলে উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের মান আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন স্থানীয় জনসাধারণ। তারা মনে করছেন, এতে করে সালুটিকর-গোয়াইনঘাট সড়ক এক সময়ের জরাজীর্ণ অবস্থা থেকে মুক্ত হয়ে একটি আধুনিক সড়কে রূপান্তরিত হবে।

উল্লেখ্য, এই সড়কটি গোয়াইনঘাট উপজেলার সাথে সিলেট শহরের অন্যতম সংযোগ স্থাপনের মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।