সিটিজেন ব্যাংক আয়োজিত   ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট সেরা  হয়েছে শেরপুরের  ছেলে এ এফ বক্সিং ক্লাবের ক্যাপ্টেন মাহমুদুল হাসান রাকিব। ৩রা মে ২০২৫ইং শনিবার সিটিজেন ব্যাংক আয়োজিত ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের আজকে ফাইনাল খেলার  পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।       উক্ত খেলায়  টুর্নামেন্ট সেরা  হয়েছে শেরপুরের  ছেলে এ এফ বক্সিং ক্লাবের ক্যাপ্টেন মাহমুদুল হাসান রাকিব সে ব্যক্তিগত নয় ম্যাচ এবং 128 রান করে টুর্নামেন্ট সেরা হয়েছে। বিসিবির  প্রেসিডেন্ট তার হাতে ট্রফি তুলে দেন।৬০ দল নিয়ে কোয়ালিফাই লীগ  যাত্রা শুরু করে  সুপার লিগ উঠে ১২ টি দল।   দুইটি গ্রুপে  ভাগ হয়ে খেলা হয় । এই খেলায় চ্যাম্পিয়ন হয় ইয়াং পেরিপাস এবং রানারআপ দিলখুসা স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টের তৃতীয় স্থান হয়  এএফ বক্সিং ক্রিকেট ক্লাব। এ এফ বক্সিং ক্লাবের হয়ে ব্যাটে বলে দারুন পারফরম্যান্স করে ম্যান অফ দা টুর্নামেন্ট নির্বাচিত হয় শেরপুরের  ছেলে রাকিব। পুরস্কার হিসেবে বিসিবির কাছে ট্রফি এবং ১৫০০০ টাকা পান। এই পারফরমেন্সের পরে তিনি ঢাকা লীগের  থেকে অনেক অফার পাচ্ছে। এবং টুর্নামেন্টের সেরা ব্যাটা নির্বাচিত হয়েছে সানিদাস এবং সেরা বলার নির্বাচন হয় নির্বাচিত হয়েছে শহীদ।