সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদ রানা, মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. জান্নাতি খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ তালুকদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা গিয়াস উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেকমত আলী, পরিসংখ্যান কর্মকর্তা মো. সোহেল রানা, সমাজসেবা কর্মকর্তা মামুনুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা তপন কুমার সূত্রধর, সমবায় কর্মকর্তা উজ্জ্বল ভূঁইয়া, খাষপুকুরিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু, খাষকাউলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু, ও ঘোড়জান ইউপি চেয়ারম্যান রমজান আলী প্রমুখ। সভায় উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আইন-শৃঙ্খলা সভা শেষে মাসিক সাধারণ সভাও অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জের চৌহালীতে মাসিক আইন-শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত
শেয়ার করুন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে



