সবুজ পল্লবে স্মৃতি অম্লান এ উপলক্ষ্যে- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে একযোগে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে ১৩ জন শহিদদের স্মরণে জুলাই গণঅভ্যুত্থান এ শহিদের স্মরণে- গাছপালা রক্ষণা বেক্ষণ ও উন্নয়ন কমিটির আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সোমবার ( ২১ জুলাই ২০২৫) বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের ক্রসবার ৩ চাঁয়না বাঁধে চর মালসাপাড়া পুঠিয়া বাড়ী গাছপালা রক্ষণা বেক্ষণ ও উন্নয়ন কমিটি এ বৃক্ষ রোপণ কর্মসূচির শুভউদ্বোধন করেন।
অনুষ্ঠানের চর মালসাপাড়া পুঠিয়া বাড়ী গাছপালা রক্ষণা বেক্ষণ ও উন্নয়ন কমিটির সভাপতি মোঃ মোজাফফর হোসেন মোল্লা তার বক্তব্যে বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে যেসকল শহীদের জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি তাদের স্মরণে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সবুজায়নের নতুন বাংলাদেশ গড়তে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শহিদদের আদর্শকে বুকে ধারণ করে দেশের পরিবেশ রক্ষায় এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে গাছপালা রক্ষণা বেক্ষণ ও উন্নয়ন কমিটির পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে।” এই ক্রসবার ৩ কে সবুজে ভরপুর করে গোড়ে তোলা হবে।
পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রকৃতি ও প্রাণীকুলের প্রতি ভালোবাসা রক্ষার্থে শহরের ৩ নং চায়না বাধ ক্রসবাধের সড়কের দুপাশে শতাধিক কৃঞ্চচুড়া,কাঠাল,জারুল,সোনালী, অর্জুন,বট-পাকোর সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়।
আলোচনা সভা অনুষ্ঠানে চায়না বাঁধ ক্রসবার ৩ গাছপালা রক্ষণা বেক্ষণ ও উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সাইদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন এটিএন বাংলা ও এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি এবং টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, চায়না বাঁধ ক্রসবার ৩ গাছপালা রক্ষণা বেক্ষণ ও উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শফি মাহমুদ, জাতীয় দৈনিক লাখো কন্ঠ ও ভয়েজ অব এশিয়া পএিকা ও দি ডেইলি মর্নিং পোস্ট এর জেলা প্রতিনিধি মুহাম্মদ হারুন অর রশিদ সেলিম শিকদার, সদস্য মোঃ দিলদার আলী মাইজ ভান্ডারী, মোঃ মোখলেছুর রহমান, মোঃ সোহেল রানা, মোঃ মনিরুল ইসলাম মনির, মোহাম্মদ আলী, মাওলানা আবুজার, জাহিদ হোসেন, আব্দুল্লাহ আল মাহবুব বাবু, মোঃ শহিদুল ইসলাম, পরিশেষে বৃক্ষ রোপন কর্মসূচিতে দোয়াও মোনাজাত পরিচালনা করেন পুরাতন স্টিমার ঘাট মসজিদের ইমাম কারী মাওলানা মোঃ আমিনুল ইসলাম।