সোমবার (৪ আগস্ট) সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, এ অবস্থা আরও কয়েকদিন চলবে।
গত ২৪ ঘন্টায় (রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত) সিলেট অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে ৩৬ মিলিমিটার।
আর সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে প্রায় ১০০ মিলিমিার। এর আগের ২৪ ঘন্টায়ও সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছিল।
এদিকে সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবারও সিলেট অঞ্চলে হালকা থেকে মাঝারি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
এদিকে গত কয়েকদিনের টানা বৃষ্টির প্রভাবে সিলেটের নদ-নদীগুলোর পানি বাড়তে শুরু করেছে। বিশেষ করে দ্রুত বাড়ছে সুরমা কুশিয়ারায়। মূলত, সিলেটের উজানে ভারতের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টির কারণে এ অবস্থা।
এদিকে সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ জানান, সুরমা কুশিয়ারার উজানে ভারতের বিভিন্ন রাজ্যে তুমুল বৃষ্টিপাত হচ্ছে। তাই নদ-নদীর পানি আরও বাড়বে।
বন্যার পূর্বাভাস প্রসঙ্গে তিনি বলেন, পানি বাড়তে বাড়তে সিলেটের নদ-নদীগুলো বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে তাদের জানানো হয়েছে। তবে বন্যার আশঙ্কা আছে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলতে পারেন নি।