৫ই জুলাই সিএলএস নিউজের সম্পাদক, ক্রাইম ইন্ডেক্স ডট নিউজের বার্তা সম্পাদক, মর্নিং পোস্ট নিউজের স্টাফ রিপোর্টার ও দীপ্ত টেলিভিশনের সিটি ভিডিও জার্নালিস্ট তানভীর খান এর বাবা মোহাম্মদ শাহজাহান খান কালন এর প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২৪ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। সবাই দোয়া করবেন,আল্লাহ যেন মরহুমকে বেহেশত নসীব করেন।
“রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানী সাগীরা”