মঙ্গলবার (১৫ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকা
সংগ্রাম,তামাবিল,বিছনাকান্দি,প্রতাপপুর,দমদমিয়া েককং উৎমা বিওপি কর্তৃক বিপুল পরিমানে ভারতীয় শাড়ী,স্কিন ব্রাইট ক্রিম,সুপারি,চিনি,জিরা,টমেটো,সাবান,আইবল ক্যান্ডি,মুভ ক্রিম,ডেরোবিন আয়েন্টমেন্ট,চকলেট,মোটরসাইকেল ও মাদক আটক করে।
আটককৃত মালামালের সিজার মূল্য ১ কোটি ২৭ লাখ ৮৫ হাজার ৬শত ৯০টাকা।
মঙ্গলবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।