চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পৌরসভায় নব নির্মিত অত্যাধুনিক শপিং কমপ্লেক্স সিকিউর সিটি। এই সিকিউর সিটিতে নানা অনিয়ম দূর্ণীতি ও মাদরাসার সম্পত্তি তছরুপের অভিযোগ তুলে অনিদিষ্ট কালের জন্য বন্ধ করে দেয় সীতাকুণ্ড কামিল মাদরাসার ছাত্ররা ।

সোমবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টার সময় 'সিকিউর সিটির' সামনে মাদরাসার ছাত্রদের  প্রতিবাদ তুলে মানববন্ধন করতে দেখা যায়।এসময় মাদরাসার সম্পত্তি তছরুপ, চুক্তি লঙ্ঘন সহ বিভিন্ন অভিযোগ তুলে শ্লোগান দেয় ছাত্ররা।সীতাকুণ্ড কামিল মাদরাসা একটি ঐতিহ্যবাহী  দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন সময় মাদরাসার সম্পত্তি নিয়ে নয়-ছয় করে আসছে একটি চক্র। বেশিরভাগ মাদরাসার জায়গা জুড়ে সিকিউর সিটি  নির্মিত হয়েছে । তবে মাদরাসা ন্যায্য হারে দোকান বুঝেয়ে পায়নি। আমাদের দাবি দ্রুত মাদরাসার প্রাপ্যতা বুঝিয়ে দেওয়া হোক।

জানতে চাইলে সীতাকুণ্ড কামিল মাদরাসার  অধ্যক্ষ মুহাম্মদ ওসমান গনি বলেন,গত ৬ জানুয়ারী সিকিউর সিটি আমাদের না জানিয়ে একটি দোকান বিক্রি করে দেয়। এর আগে ৪ জানুয়ারী মাদরাসার বর্তমান কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: শরীফ উদ্দিন মৌখিক বক্তব্যে বলেছিলেন   সিকিউর সিট মাদরাসা কর্তৃপক্ষের না জানিয়ে কোন দোকান বিক্রি করতে পারবে না কিন্তু ঐ সিদ্ধান্ত উপেক্ষা করে কমপ্লেক্সের ১২৮ নম্বর দোকান বিক্রি করে দেয়। এর পর গত ১১ জানুয়ারি  উভয়ের সম্মতিতে পরিমাপ করা হলে এতে  আমাদের ১২শ  স্কয়ারফিট জায়গা বেশি রয়েছে। তবে এই জায়গার হিস্যা আমাদের বুঝিয়ে দিতে অস্বীকার করেন। সর্বশেষ মাদরাসার ও সিকিউর সিটি  উভয়ের মধ্যে একটি বৈঠক হয়। সেই বৈঠকে সবার সম্মতিক্রমে যে সিদ্ধান্ত হয়েছে তাও উপেক্ষা করে তারা । এসব বিষয় অবগত হলে ছাত্ররা ক্ষুব্ধ হয়ে মানববন্ধন কর ।

সিকিউর ম্যানেজমেন্ট প্রপাটিজ লি: এর ভাইস চেয়ারম্যান আক্তার হোসেন মামুন বলেন, আগামি ১৪ ফেব্রুয়ারি শপিং কমপ্লেক্স উদ্বোধনের পর বিষয়টি নিয়ে আমাদের আলোচনার কথা ছিলো কিন্তু এরই মধ্যে ছাত্ররা তালা দিয়ে কমপ্লেক্স বন্ধ করে দেয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: শরীফ উদ্দিন বলেন, মাদরাসা ছাড়াও প্রতিষ্ঠানটির আরো মালিক পক্ষ রয়েছে জায়গা রয়েছে । তাদের সাথে কথা বলে অধ্যক্ষ সহ সবাই মিলে বিষয়টি  সমাধান করা উচিত।