সীতাকুণ্ড, ৩ ডিসেম্বর ২০২৪: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া বাজার এলাকায় গতকাল রাতে একটি চলন্ত কাভার্ডভ্যানে আগুন ধরে যায়। সোমবার রাত সাড়ে ১২টার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ভ্যানে থাকা পণ্যসম্ভার পুড়ে গিয়ে প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষতি হয়।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কাভার্ডভ্যানটি মহাসড়ক ধরে চলার সময় হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. ফিরোজ মিয়া জানান, কাভার্ডভ্যানের ব্যাটারির অতিরিক্ত তাপ থেকে অ্যাসিডের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন ছড়িয়ে পড়ার আগে তা নেভানো সম্ভব হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই সীমিত রাখা গেছে।উল্লেখ্য, সময়োচিত পদক্ষেপের কারণে এই দুর্ঘটনায় কোনো প্রাণহানি বা গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেনি।