গত ২৩ জুলাই সুনামগঞ্জ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক মুমিত ইসলাম ও সদস্য সচিব মো.তারেক মিয়া স্বাক্ষরিত বেশ কয়েকটি শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। কিন্তু ছাতক উপজেলাধীন "জনতা ডিগ্রী কলেজ ও সুনামগঞ্জ জেলার একমাত্র কামিল (এম.এ সমমান) মাদ্রাসা " বুরাইয়া কামিল মাদ্রাসার নামে ছাত্রদলের কমিটি নিয়ে চলছে তুমুল উত্তেজনা।


জনতা ডিগ্রী কলেজ শাখায় আশরাফুজ্জামান মুবিনকে সভাপতি ও শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে মোট ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। 

অপরদিকে বুরাইয়া কামিল (এম.এ) মাদ্রাসা শাখা ছাত্রদলের নতুন কমিটিতে বদরুল আলম মারজানকে সভাপতি, হেলাল মিয়াকে সাধারণ সম্পাদক ও জাকির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে মোট ৩ সদস্য  বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়। 

উল্লেখ্য যে, উভয় প্রতিষ্ঠানই সম্পূর্ণ রাজনীতিমুক্ত ক্যাম্পাস। এর আগে এই ক্যাম্পাসগুলোতে কখনো রাজনৈতিক কর্মসূচি কিংবা কোনো কমিটি ঘোষণা করা হয়নি। এই প্রথমবার দু'টি ক্যাম্পাসেই কোনো ছাত্র সংগঠনের নাম প্রকাশ্যে আসে। জনতা ডিগ্রী কলেজে ছাত্রলীগের কমিটি ঘোষণা হলেও তা বেশিদিন স্থায়ী হতে পারেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক জনতা ডিগ্রী কলেজের এক সাবেক ছাত্র বলেন, আমরা এই ক্যম্পাসে লেখা পড়া করেছি। কখনো রাজনৈতিক চিন্তাধারা করিনি। চেষ্টা করেছি কাঁধে কাঁধ মিলিয়ে মিলেমিশে চলার। এই ঐক্য ভ্রাতৃত্বের বন্ধন ঠিক রাখতে হলে রাজনীতি মুক্ত ক্যাম্পাসের বিকল্প নেই।

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্লাটফর্মে এ নিয়ে নিন্দা প্রকাশ করছেন স্থানীয়রা সহ সাবেক ছাত্রছাত্রীবৃন্দ। এই কমিটিকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ হয়ে কলেজে প্রবেশ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন সাবেক শিক্ষার্থীরা।

অপরদিকে বুরাইয়া কামিল মাদ্রাসা শাখা ছাত্রদলের কমিটি নিয়ে একইরকম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্লাটফর্মে প্রতিবাদ করছেন। কেউ কেউ প্রকাশ্যে ঐক্যবদ্ধ হয়ে এই কমিটিকে প্রতিহত করার ডাক দিচ্ছেন।