এসময় তাদের কাছ থেকে লুট হওয়া মালামালও উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে- ১৯ বস্তায় থাকা ৫৭০ কেজি জিরা, ১২ বস্তায় থাকা ৬৭৫ প্যাকেট ফুসকা, ১ টি প্লাষ্টিকের বস্তায় মোট ৫৮ পিস শাড়ী, ০১ টি প্লাষ্টিকের বস্তায় থাকা ১২০০ পিস সানসিল্ক ক্রিম, ১ বস্তা চাল।গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শানুর শাহ (২৯), রলেক মিয়া (৪০), আব্দুল মজিদ (২৪), মো. সুফিয়ান আহমেদ (২৬), দিলশাদ আহমেদ রাজু (৩৪), ও সাইদুর রহমান সাদী (২১)।এরআগে সুন্দরবন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস কার্ভাড ভ্যান ডাকাতির ঘটনায় রোববার ধ্যেরাতে ওসমানীনগর থানার মামলা দায়ের করা হয়।গ্রেফতারকৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে বলে জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।