নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ছাত্রদলের উদ্যোগে হারিছ চৌধুরী বাজারে মঙ্গলবার (৭ মে) সকাল থেকে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ছাত্রদলের উদ্যোগে হারিছ চৌধুরী বাজারে মঙ্গলবার (৭ মে) সকাল থেকে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করেন সুবর্ণচর উপজেলা ছাত্রদল, চরজব্বর ডিগ্রি কলেজ ছাত্রদল এবং চরজুবিলী ইউনিয়ন ছাত্রদল।

অভিযানের অংশ হিসেবে বাজারের বিভিন্ন সড়ক ও স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। এতে অংশ নেন স্থানীয় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

বাজারে অভিযান চলাকালে ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালিত হলে বাজার ও আশপাশের পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যসম্মত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহি উদ্দিন মহিম, উপজেলা ছাত্রদলের আব্দুল্লাহ আল আরিফ ও মোঃ বেলাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক শহিদ সারওয়ার্দী, চরজুবিলী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল ওয়াহিদ, ইউনিয়ন উত্তর শাখা বিএনপির নাহিদুল ইসলাম নাহিদ, চরজব্বর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন রাকিব, এবং ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলের মোঃ ফারুক হোসেন।

নেতৃবৃন্দ জানান, রাজনীতির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তারা এ কর্মসূচি হাতে নিয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

দিনব্যাপী অভিযানের শেষে এলাকাবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।