নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ছাত্রদলের উদ্যোগে হারিছ চৌধুরী বাজারে মঙ্গলবার (৭ মে) সকাল থেকে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করেন সুবর্ণচর উপজেলা ছাত্রদল, চরজব্বর ডিগ্রি কলেজ ছাত্রদল এবং চরজুবিলী ইউনিয়ন ছাত্রদল।
অভিযানের অংশ হিসেবে বাজারের বিভিন্ন সড়ক ও স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। এতে অংশ নেন স্থানীয় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
বাজারে অভিযান চলাকালে ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালিত হলে বাজার ও আশপাশের পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যসম্মত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহি উদ্দিন মহিম, উপজেলা ছাত্রদলের আব্দুল্লাহ আল আরিফ ও মোঃ বেলাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক শহিদ সারওয়ার্দী, চরজুবিলী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল ওয়াহিদ, ইউনিয়ন উত্তর শাখা বিএনপির নাহিদুল ইসলাম নাহিদ, চরজব্বর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন রাকিব, এবং ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলের মোঃ ফারুক হোসেন।
নেতৃবৃন্দ জানান, রাজনীতির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তারা এ কর্মসূচি হাতে নিয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
দিনব্যাপী অভিযানের শেষে এলাকাবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।