নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩ নং ডুমুরুয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কৈয়াজলা গ্রামের সিদ্দিক কোম্পানির বাড়িতে শনিবার ভোর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। 

ক্ষতি গ্রস্ত পরিবারোর সদস্যরা জানান - ডাকাতেরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা পুরুষ সদস্যদের হাত পা বেঁধে  মহিলাদের পরনে থাকা স্বর্নকার এবং আলমারি ওয়াটডপ ও সুটকেস ভেঙে   ৫ভারি স্বর্ণালঙ্কার ও নগদ ৩লাক্ষ টাকা ও ৫০ হাজার টাকার চেক লুট করে নিয়ে গেছেন। ঘটনার খবর পেয়ে সকালে সেনবাগ থানার পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
গৃহিণী কোহিনূর বেগম জানান- রাত প্রায় ৪টা-৫ টার দিকে ৫জন লোক তার রুমে গিয়ে তাকে ঘুম থেকে জাগান।  তখন তিনি বলেন ৫ জনের মধ্যে একজনের হাতে পিস্তল ও অন্যদের হাতে কিরিচ চুরি,রড ছিল, ডাকাতেরা তাকে অস্ত্র ঠেকিয়ে তার গলা ও কানে থাকা স্বর্নকার গুলো ছিনিয়ে নিয়ে বলে টাকা কোথায় রাখছো বলে রুমের আলমারি ভেঙে কাপড় সহ আলমারিতে থাকা সব জিনিস পত্র তচনচ করে স্বর্নকার নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়।

অপর রুমে থাকা রবিউল হক মিলন জানান  ডাকাতরা গলায় কিরিচ ঠেকিয়ে তার মোবাইল ফোন টা নিয়ে তার হাত পা বেধে রুমে থাকা আলমারি ও লাগিজ ভেঙে স্বর্নকার ও নগদ ৩ লাখ টাকা নিয়ে যায় আলমারিতে থাকা ৫০ হাজার টাকা  একটি চেক ছিলো তাও পাইতেছি না । 

সিদ্দিক কোম্পানির শালক মহিন উদ্দিন জানান, একদল দুর্বৃত্ত ঘরের  ভেতরে প্রবেশ করে  পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার  সহ ডাকাতরা প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।