ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)-এর উদ্যোগে নীলফামারীর সৈয়দপুরে এক মতবিনিময়মূলক প্রকৌশলী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আল ফারুক একাডেমির হলরুমে এ
সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফডিইবি নীলফামারী জেলা
শাখার উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষাবিদ হাফেজ ড. মো. খায়রুল আনাম। বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি প্রকৌশলী আখতারুজ্জামান, উপজেলা
উপদেষ্টা হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম এবং শহর উপদেষ্টা শরফুদ্দিন খান।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুরের সিনিয়র সহকারী
বৈদ্যুতিক প্রকৌশলী মো. শাহজাহান মোল্লা। সঞ্চালনায় ছিলেন পেশাজীবী
বিভাগের সেক্রেটারি সেকেন্দার আলী। মুক্ত আলোচনায় অংশ নেন প্রকৌশলী
নিজামুল হক ও মমিনুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা সভাপতি প্রকৌশলী আখতারুজ্জামান বলেন, “আমাদের
দেশে সম্পদের অভাব নেই, অভাব শুধু সৎ ও দক্ষ মানুষের। অন্যান্য পেশাজীবী
সংগঠনের মতো এফডিইবিও দেশের উন্নয়নে কাজ করে, তবে এ সংগঠনটি সদস্যদের
নৈতিকতা ও আদর্শের দিক দিয়ে গড়ে তোলায় বিশেষ গুরুত্ব দেয়। প্রকৌশলীরা
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন, তাই তাদের সততা, দক্ষতা এবং
ধর্মীয় মূল্যবোধে গড়া মানসিকতা থাকলে দেশকে দূর্নীতি ও অপশাসনমুক্ত করা
সম্ভব।”

প্রধান অতিথি হাফেজ ড. মো. খায়রুল আনাম বলেন, “যোগ্যতা ও সততার সমন্বয়
ছাড়া একটি জাতি প্রকৃত কল্যাণ লাভ করতে পারে না। দেশে অবকাঠামোগত উন্নয়ন
হয়েছে, কিন্তু নৈতিক অবক্ষয়ের কারণে আজও সুধ, ঘুষ, লুটপাট, ধর্ষণ,
খুন-গুমের মতো অপরাধ থেকে জাতি মুক্ত নয়। প্রযুক্তি ও মেধার বিকাশ আমাদের
খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে, অথচ মানবিকতা ও সততায় অগ্রগতি হয়নি। এরই ফলে
সমাজ ও রাষ্ট্রব্যবস্থা আজ সংকটে।”

তিনি আরও বলেন, “দেশে ফ্যাসিস্ট রাজনীতির উত্থান হয়েছে, জনগণ তাদের
ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। যোগ্য নেতৃত্ব থাকলেও সততার অভাবে
কল্যাণমুখী রাজনীতি হয়নি। তাই এখন সময় এসেছে দেশের উন্নয়ন ও সুশাসনের
জন্য প্রকৌশলীদের এগিয়ে আসার।”

অনুষ্ঠানের শেষে সৈয়দপুর ইউনিট গঠনের লক্ষ্যে একটি সম্মেলন প্রস্তুতি
কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মনোনীত হন প্রকৌশলী মতিন হাশিম,
সেক্রেটারি প্রকৌশলী শামীম সাহিদ এবং কোষাধ্যক্ষ প্রকৌশলী আল আমিন।
পূর্ণাঙ্গ কমিটি গঠিত না হওয়া পর্যন্ত এ কমিটির তত্ত্বাবধানের দায়িত্ব
দেওয়া হয় এফডিইবি জেলা সেক্রেটারি ও রেলওয়ের সহকারী বিদ্যুৎ প্রকৌশলী মো.
শাহজাহান মোল্লাকে।

অনুষ্ঠানের শেষ পর্বে মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।