সারাদেশের মতো নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলাতেও চুরি-ছিনতাই উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নির্জন এলাকায় সন্ধ্যার পর একা বের হতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারি কমে যাওয়ায় চুরি-ছিনতাইকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন স্থানে পথচারীদের গতিরোধ করে মোবাইল, টাকা-পয়সা ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার ঘটনা বেড়েছে। এছাড়া ঘরবাড়িতে চুরির ঘটনাও নিয়মিত ঘটছে। বিশেষ করে মোগরাপাড়া, পিরোজপুর, বারদী, সাদিপুরসহ বেশ কয়েকটি এলাকায় সন্ধ্যার পর একা চলাফেরা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দা মাহফুজুর রহমান বলেন, "আগে নির্দ্বিধায় রাতে চলাফেরা করতাম, কিন্তু এখন সন্ধ্যার পর বাইরে বের হলেই আতঙ্কে থাকতে হয়। কয়েকদিন আগেই আমাদের এলাকার এক দোকানদারের মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।"
এ বিষয়ে সোনারগাঁও থানার একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, "আমরা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে টহল বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজনদের নজরদারিতে রাখা হচ্ছে।"
নিরাপত্তাহীনতায় ভোগা স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চাচ্ছেন এবং প্রশাসনের আরও কার্যকর পদক্ষেপ আশা করছেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ মোড়, বাজার ও আবাসিক এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন তারা৷