নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ এলাকায় পূবালী ব্যাংক পিএলসি'র শাখা উদ্বোধন হয়।

মঙ্গলবার ১৫  জুলাই  সকালে সোনামিয়া ম্যানসন দোতলায় পবিত্র কোরআন পাঠের মাধ্যমে উদ্বোধনীয় কার্যক্রম শুরু হয়। 

অনুষ্ঠানটি ইসরাফিল হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনিরুজ্জামান  উপ-মহাব্যবস্থাপক  ও  অঞ্চল প্রধান নারায়ণগঞ্জ। 
এ সময়ে সম্মানিত অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন, মানিক মিয়া, সাবেক ইউপি সদস্য মোগরাপাড়া ইউনিয়ন, আতাউর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির  সাংগঠনিক সম্পাদক , বাবুল হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক, শামীম আহমেদ, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, রাকিব হোসেন, সোনাগাঁ উপজেলা যুবদলের সিনিয়র নেতা। 

এসময় প্রধান অতিথি  শাহনেওয়াজ বলেন, পূবালী ব্যাংক পিএলসি মোগরাপাড়া উপশাখা  বাংলাদেশে অনন্য স্থান ধরে রাখবে   বিভিন্ন ব্যাংকে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করলেও পূবালী ব্যাংক ইতিহাসের সর্বোচ্চ প্রবৃদ্ধি দেখছে। সুশাসন, সততা, নৈতিকতা ও কমপ্লায়েন্সের সমন্বয়ে ব্যাংক পরিচালনার কারণে পূবালী ব্যাংক সেরাদের কাতারে উঠে এসেছে। পূবালী ব্যাংক বর্তমানে গ্রাহকদের আস্থা ধরে রেখে সেরা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। তিনি বলেন, ইসলামীক ব্যাংকিং সেবা গ্রহণে গ্রাহকবৃন্দের চাহিদার কথা চিন্তা করে দেশব্যাপী ‘ইসলামিক কর্ণার’ স্থাপনের কাজ করেছে পূবালী ব্যাংক। এসব কর্ণারে গ্রাহকবৃন্দের ইসলামী ব্যাংকিং এর যাবতীয় সেবা সহজে ও নিরাপদে পাওয়ার ব্যবস্থা থাকবে। তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সম্মানিত গ্রাহকবৃন্দকে সেবা প্রদানের জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন। এছাড়াও উপস্থিত  ছিলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ ।