বাংলা তুমি আমার বাংলা 
যে ভাষাতে লেখছে যারা 
সোনার বাংলার ভাষা,
সেই ভাষাতে কথা বলতে 
আমার জাগে মনে কতো আশা। 

 বাংলা তুমি আমার বাংলা 
যে ভাষাতে দেখেছি আমি 
কতো যে পুশু পাখির মুখ 
সেই ভাষাতে লেখি আমি 
সোনার বাংলার মুখ। 

বাংলা তুমি আমার বাংলা 
যে ভাষাতে লেখছে যারা 
সোনার বাংলার গান
সেই গান গেয়ে সুরলা শিল্পী 
পেলো কত সুন্মান। 

বাংলা তুমি আমার বাংলা 
যে ভাষাতে দোয়েল কোয়েল 
সবুজ বনের পাখি, 
সেই ভাষাতে মিষ্টি সুরে 
ডাকে কোকিল পাখি। 

বাংলা তুমি আমার বাংলা 
যে ভাষাতে মায়ের হাসি
জেগে উঠেছে কতো পল্লী বাসি 
আরো কত যে সোনার মুখ 
ওগো মা বাংলায় আমার সুখ।