১৭শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় ৩৮ তম হয়ে সহকারী জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সাবেক শিক্ষার্থী জীবন নাহার নয়ন

১৭শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় ৩৮ তম হয়ে সহকারী জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সাবেক শিক্ষার্থী জীবন নাহার নয়ন। জীবন নাহার নয়নের জন্মস্থান  শেরপুর। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন  আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাইস্কুল, শেরপুর  এবং হলিক্রস কলেজ থেকে এরপর ভর্তি হোন জাবির আইন ও বিচার বিভাগের ১৬-১৭ সেশনে। তার একাডেমিক জীবন যথেষ্ট সমৃদ্ধ, স্নাতকে ছিলেন সেরা ৫ এর মধ্যে সেই ধারাবাহিকতায় স্নাতকোত্তরে অর্জন করেন প্রথম স্থান। ২০২৩ সালে মাস্টার্স পাশ করেই শিক্ষকতায় ক্যারিয়ার শুরু করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বর্তমানে কর্মরত আছেন গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক হিসেবে। জুডিশিয়ারির প্রিপারেশন সম্পর্কে জানান, সাইন্স ব্যাকগ্রাউন্ডের হওয়ায় এবং টিউশন করানোর কারণে বাংলা,ইংরেজি, গণিত কিংবা বিজ্ঞানে আলাদা করে তেমন সময় দিতে হয়নি। একাডেমিক লাইফে নিয়মিত পড়াশুনা এবং সাবজেক্ট ভিত্তিক আলাদা নোট করে পড়ার অভ্যাস তাকে জুডিশিয়ারির প্রিপারেশনে সহায়তা করেছে বলে জানান তিনি। নবীনদের জন্য দিকনির্দেশনায় বলেন, "সৃষ্টিকর্তার প্রতি আস্থা ও বিশ্বাস রেখে একাডেমিক লাইফ থেকে নিয়মিত পড়াশুনা করে যাওয়া। একাডেমিক রেজাল্ট ভালো থাকলে নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে, পাশাপাশি অনেকটা এগিয়ে থাকা যায় অন্যদের চেয়ে। থার্ড ইয়ার থেকে বিগত বছরের প্রশ্ন এনালাইসিস করে প্রিপারেশন শুরু করা যেতে পারে। আইনের পাশাপাশি অন্যান্য সাধারণ বিষয়গুলো র প্রতি জোর দেওয়া জরুরি। গণিত আর বিজ্ঞানে প্রচুর প্র‍্যাক্টিস করা দরকার। এখানে ৮০-৯০% মার্ক্স তুলতে পারলে আপনার মেরিট ৫০ এর মধ্যে থাকবে আশা করা যায়। সব মিলিয়ে, শুরু থেকেই বুকলিস্ট করে, নোট করে গুছিয়ে প্রস্তুতি নিতে হবে এবং পড়াশোনার ধারাবাহিকতা বজার রাখতে হবে।"