ময়মনসিংহের হালুয়াঘাটে নাগলা বাজারে বুধবার (৫ মার্চ) ইফতারের প্রস্তুতিকালে পূর্ব শত্রুতার জের ধরে রবিন ফকির নামে এক যুবককে সোহেল ফকিরের দোকানে হামলা চালালে আত্নরক্ষার্থে নাগলা মসজিদের ভিতরে প্রবেশ করলে সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র দা, কুড়াল দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে একই এলাকার রুস্তম ফকির গং।
জানা যায় নাগলা বাজারের স্থানীয় বাসিন্দা হাফিজ উদ্দিন গং এবং রুস্তম ফকির গং এর সাথে দীর্ঘদিন যাবত মসজিদ কমিটি গঠন বিষয়ক ও সেচ নিয়ে একটি দ্বন্দ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় বুধবার হাফিজ উদ্দিন গংয়ের লোকজন নাগলা বাজারে সোহেল ফকিরের দোকানে ইফতারের প্রস্তুতিকালে রুস্তম ফকির গং দেশীয় অস্ত্র দা, কুড়াল, লাঠি দিয়ে হাফিজ উদ্দিন গংদের উপর অতর্কিত হামলা করে। এ সময় রবিন ফকির(২৮) নামে এক যুবক আত্নরক্ষায় মসজিদের ভিতর প্রবেশ করলে, রুস্তম ফকির গং মসজিদের ভিতরে প্রবেশ করে কুপিয়ে রক্তাক্ত করে রবিন ফকিরকে। দেখা যায় মসজিদে নামাজের কাপড় রক্তে ভিজে আছে, মসজিদের ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত। এসময় সোহেল ফকিরের দোকান ভাংচুর করা হয় এবং দোকানের ক্যাশ থেকে লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ সোহেল ফকিরের। ঘটনা চলাকালে হামলাকারীরা মুমুর্ষ রোগীবাহি একটি এম্বুল্যান্সেও ভাংচুর চালায়।পরে জানাযায় এম্বুল্যান্সে থাকা ওই রোগীর মৃত্যু হয়েছে। আহত রবিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ বিষয়ে হালুয়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল খায়ের জানান, এ বিষয়ে ১২ জনকে আসামী করে একটি মামলা রুজু করা হয়েছে। আমরা ইতিমধ্যে ১জনকে গ্রেফতার করেছি, বাকিদের ধরতে কার্যক্রম অব্যাহত আছে।