ময়মনসিংহের হালুয়াঘাটে ৫ নং গাজিরভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আব্দুল মান্নানকে সন্ত্রাসীবিরোধী আইনের মামলায় গ্রেফতার করেছে হালুয়াঘাট থানা পুলিশ। মঙ্গলবার (০৪ মার্চ) দুপুরে তাকে আদালতে প্রেরন করা হয়।
গত রবিবার (২মার্চ) হালুয়াঘাট উপজেলা পরিষদ গেটের সামনে ৫ নম্বর গাজিরভিটা ইউনিয়নবাসীর উদ্যোগে চেয়ারম্যান আব্দুল মান্নানের নানা অপকর্মের কথা তুলে ধরে তার বিরুদ্ধে আইনগতভাবে শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করা হয়। আওয়ামী লীগের সরকারের পতন হলেও তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাপটে চলছেন বলে অভিযোগ করে স্থানীয়রা। তাছাড়াও জমি দখল, ভোট কেন্দ্রে অবৈধভাবে সীল মেরে চেয়ারম্যান হওয়া, বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থ লোটপাট, ক্ষমতার অপব্যবহার করে ইউপি সদস্যদের হুমকি দেওয়াসহ নানা রকম অভিযোগ রয়েছে এই চেয়ারম্যানের বিরুদ্ধে।
জানা যায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ভাষাশহীদ আব্দুল জব্বার স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন চেয়ারম্যান আব্দুল মান্নান। প্রধান শিক্ষক হয়ে তিনিসহ তার পরিবারের পাঁচজনকে বিদ্যালয়ের বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন। অথচ ভাষাশহীদ আব্দুল জব্বার স্মৃতি স্কুল এন্ড কলেজে ভাষাশহীদ আব্দুল জব্বারের পরিবারের কোনো সদস্যদের চাকুরী হয় নি।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আবুল খায়ের জানান, গত ৩১ জানুয়ারি রাতে দর্শাপাড় ব্রিজ এলাকায় আসামি সংঘবদ্ধ হয়ে রাজনৈতিক দলের স্লোগানসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের নিয়ে জননিরাপত্তা বিপন্ন করার উদ্দেশ্যে জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি করেন। রাষ্ট্রের সম্পত্তি ক্ষতি সাধনের প্রচেষ্টায় লিপ্ত থেকে সন্ত্রাসী কার্যক্রম ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রচার ও অর্থ সরবরাহ করায় লিপ্ত ছিলেন তিনি। এই মর্মে একটি মামলার আসামী তিনি। মামলা নং-০২, তারিখঃ ০১/০২/২০২৫, অত্র মামলার বাকি আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।