হাসনাত আব্দুল্লার প্রতি হুমকি ও বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদে জুলাই অভ্যুত্থানে আহত, ও শহীদ পরিবার এবং ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল করেন উপজেলার এনসিপির নেতৃবৃন্দ।
আজ ( ২০শে মে ) মঙ্গলবার দুপুর ৩ টায় দেবিদ্বার রিয়াজউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে নিউ মার্কেট মুক্তিযোদ্ধা চত্বরে এসে শেষ হয়। জুলাই আন্দোলনের অন্যতম বীর, এন সি পির দক্ষিণাঞ্চলের মুখপাত্র হাসনাত আব্দুল্লাহকে কেন্দ্র করে বিএনপি নেতাদের বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
এ বিক্ষোভ মিছিল কে কেন্দ্র করে দেবিদ্বার ছিল চরম উত্তপ্ত। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মত। যেকোনো অপ্রীতিকর ঘটনা রুখে দিতে বাহিনীর সকল সদস্য ছিলেন সর্বোচ্চ সতর্কতায়।
মিছিল শেষে তারা সংক্ষিপ্ত সমাবেশে অংশগ্রহণ করে, আহত, ও শহীদ পরিবারের সদস্য সহ এন সি পির যুবশক্তির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে বক্তারা বলেন, যে হাসনাত আব্দুল্লাহ বুলেটের সামনে দাঁড়িয়ে লড়াই করে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করে দিলেন সেই হাসনাতকে কুমিল্লাতে ঢুকতে দেওয়া হবে না এরকম কুরুচি পূর্ণ বক্তব্য আমরা ঘৃণার সহিত প্রত্যাখ্যান করি এবং তীব্র নিন্দা জানাই। অবিলম্বে এসব বক্তব্য প্রত্যাখ্যান করার জোর দাবি জানাই।
এ সময় তারা আরো বলেন, বিগত ১৭ বছরে যারা ১৭ সেকেন্ডের জন্য প্রেসক্লাবে স্থান পান নাই, আজ তারা স্বাধীনভাবে সবকিছু করতে পেরে এরকম বিব্রতকর বক্তব্য প্রদান করছে।
আপনাদেরকে ভুলে গেলে চলবে না আজ যা ভোগ করতে পারছেন তা সবই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল । সুতরাং জুলাই আন্দোলনের সকল অপরাধী ও দোসরদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই বাংলায় কোন নির্বাচন হতে দেওয়া হবে না। কোন অবস্থাতেই জুলাই আন্দোলনকে অমর্যাদা করা মেনে নেয়া হবে না।
যে জাতি বিপ্লবী বীরদেরকে অমর্যাদা করে সে জাতি চিরকাল দাস হয়ে থাকতে হবে।
অতএব হাসনাত আব্দুল্লাহ একজন জাতীয় বীর, নেতা। তার অসম্মান আমরা কখনো মেনে নিব না।
আমরা দেবিদ্বার উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত, শহীদ পরিবার এবং ছাত্র জনতা সর্বসময় হাসনাতের পাশে আছি, এবং আগামীতেও থাকবো।