কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গণমানপুরুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টয়লেট না থাকায় শিক্ষক-শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বিপাকে রয়েছেন।

বুধবার (১৬ জুলাই) সকালে স্কুল চলাকালীন সরেজমিনের গিয়ে দেখা যায়, বিদ্যালয়টিতে একটি দৃষ্টিনন্দন দ্বিতল বিশিষ্ট ভবন নির্মিত হলেও। ভবনটির কোথাও টয়লেট বাথরুমের ব্যবস্থা রাখা হয়নি। এমতাবস্থায় কয়েক বছর যাবত একটি অস্বাস্থ্যকর টয়লেট শিক্ষক শিক্ষার্থীদের ব্যবহার করতে হচ্ছে। চাপড়া বেড়ার অস্বাস্থ্যকর টয়লেটিও শিক্ষকদের নিজ উদ্যোগে স্থাপন করা হয়েছিল। শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকদের দাবি একটি মানসম্মত ও স্বাস্থ্যকর টয়লেট নির্মাণের। গণমাধ্যম কর্মীদের বিদ্যালয়ের চত্বরে দেখেই কোমলমতি শিক্ষার্থীরা টয়লেট চাই, টয়লেট চাই, বলে স্লোগান দিয়ে টয়লেট নির্মাণের দাবি করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুকনুদ্দিন জানান, বিদ্যালয়টি ১৯৮৩ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই অস্বাস্থ্যকর পরিবেশে শিক্ষক শিক্ষার্থীরা ব্যবহার করে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। ছোট ছোট শিক্ষার্থীরা অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহার করার কারণে প্রায় সময় অসুস্থ হয়ে পড়ছে। কোন কোন শিক্ষার্থী অস্বাস্থ্যকর এই টয়লেটে ব্যবহার না করে স্কুল ফাঁকি দিয়ে নিজের বাড়িতে গিয়ে টয়লেট ব্যবহারের ফলে তার শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। এ অবস্থা কর্তৃপক্ষের কাছে কোমলমতি শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণের জোরালো দাবি জানাচ্ছি। এ ব্যাপারে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভা জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে কথা বলে বিদ্যালয়টিতে একটি টয়লেট নির্মাণের ব্যবস্থা করা হবে।