মঙ্গলবার (২২ জুলাই ) রাতে সদর উপজেলার ১নং জাহাংগীর ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় নারায়নতলা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২১৩/৮-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারভিটা ভারতীয় কসমেটিক্স-১৭২৯ পিস, প্রিন্টারের কালি-২৮ পিস, নটিফায়ার অপটিক্যাল ইন্ডাক্টর-৭৬ পিস, হেয়ার রিমুভার-১৫ পিস, কজিক এসিড-১৯ পিস, কফি-০৭ প্যাকেট এবং মাল্টিভিটামিন-৩৮ পিস আটক করে।
আটককৃত অবৈধ পন্যের মূল্য পনেরো লক্ষ দশ হাজার পাঁচশত টাকা। এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় কসমেটিক্স, নটিফায়ার অপটিক্যাল ইন্ডাক্টরসহ বিভিন্ন প্রকার মালামাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।